সৌহার্দ্য স্বাবলম্বী উদ্যোগ

Date: May 10th, 2022

‘কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।’

সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধনে নারী ও পুরুষ উভয়ের সমন্বিত অংশগ্রহণ জরুরী।

বর্তমান যুগেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর উপস্থিতিকে নেতিবাচক হিসেবে দেখার কারণে পুরুষের তুলনায় নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজও অনেক পিছিয়ে রয়েছে।

এমতাবস্থায় নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নারীর প্রকৃত ক্ষমতায়নের প্রতি গুরুত্ব দিতে হবে।

নারীর ক্ষমতায়ন বলতে মূলত এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করতে পারবে এবং যার মাধ্যম দিয়ে নিজেদের যাবতীয় অধিকার উপভোগ করতে পারবে।আমাদের রাষ্ট্রব্যবস্থার কিছু কিছু ক্ষেত্রে নারীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও মুদ্রার অপর পিঠে দেখা যায় নারীর প্রতি চরম অবহেলা, নির্যাতন ও বৈষম্যের চিত্র।

এখনো পথে-ঘাটে, গণপরিবহনে, অফিসে কিংবা নিজ গৃহেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। দিন দিন বেড়েই চলছে পারিবারিক সহিংসতা, খুন, ধর্ষণ, অপহরণ ও যৌন হয়রানির মতো নিকৃষ্ট সব ঘটনা।

নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমনই একটি সংস্থা সৌহার্দ্য ফাউন্ডেশন; এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।


© Shouhardo Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies